সুন্দরবন ট্যুর প্যাকেজ: পরিবার বান্ধব শেয়ার্ড/গ্রুপ ট্যুর
সুন্দরবন ট্যুর ইটিনেরারি:
১ম দিন:
সকালে খুলনা পৌঁছে ঘাট হতে নোঙ্গর করা টুরিস্ট জাহাজে অতিথিদের পৌঁছে দেওয়া । সকলের কক্ষ বরাদ্দ নিশ্চিত করে সুন্দরবনের পথে যাত্রা। এরপর সকালের নাস্তা সেরে জাহাজের ছাদে, বারান্দা বা নিজ কক্ষে বসে রূপসা নদীর সৌন্দর্য্য উপভোগ করতে করতে সামনে এগিয়ে চলা।
কয়েক ঘন্টা পর মংলা পৌঁছে বনবিভাগের প্রয়োজনীয় কাজ শেষ করে সসস্ত্র নিরাপত্তা রক্ষীদের নিয়ে সুন্দরবনের ভেতরে প্রবেশ করবে আমাদের টুরিস্ট জাহাজ ।
জাহাজের ছাদে বসে লাঞ্চ বা ডিনার সে এক অসাধারন অভিজ্ঞতা। এরপর হাড়বাড়িয়া পৌঁছে সেখানে ঘুরে কটকার পথে যাত্রা। রাতে জাহাজে রাত্রিযাপন।
২য় দিন:
খুব ভোরে চা বিস্কিট খেয়ে কটকা বীচ ও ওয়াচ টাওয়ার ঘুরে এসে সকালের নাস্তা সেরে আবার বন ভ্রমন। বনের ভিতর দিয়ে ৪৫ মিনিট হেটে জামতলা বীচে যাবো। বীচে কিছুক্ষণ সময় কাটিয়ে জাহাজে ফিরে এসে রওনা দিব কচিখালির উদ্দেশ্যে। কচিখালী ট্রেইল ধরে ঘন্টাখানেক ঘুরে ডাকবো, আরো জানবো বন রক্ষীদের জীবন সম্পর্কে।
কচিখালির সূর্যাস্ত উপভযোগ করবো আর সন্ধ্যা ঘনিয়ে আসলেই দেখতে পাবো হরিণ, বনো শুয়োর বা মদন টাকের ধীরপায়ে নদীরধারে ঘুরে বেড়ানো।
৩য় দিন:
খুব ভোরে জোয়ারের উপর ভিত্তিকরে রওনা হয়ে আমরা দুপুরে পৌঁছে যাব করমজল। করমজলের ওয়াচ টাওয়ার, মিনি চিড়িয়াখানা, কুমির প্রজনন কেন্দ্র ইত্যাদি দেখে সন্ধ্যায় ফিরে আসব খুলনা/মংলা ফিরে আসবো।
ট্যুর নোট:
১) আমাদের ট্যুর সাধারণত খুলনা হতে শুরু হয় । কোনো সপ্তাহে ট্যুর মংলা হতে ও শুরু হতে পারে। সেক্ষেত্রে আমরা খুলনা হতে মংলা নিয়ে যাবার ব্যবস্থা করবো। খুলনা হতে মংলা ৪৫ মিনিটের ড্রাইভ।
২) দেশঘুরি জীব বৈচিত্র, প্রকৃতি ও অথিতিদের ভ্রমণ অভিজ্ঞতাকেই সবচাইতে বেশি গুরুত্ব দেয়। তাই স্পট সংখ্যা বাড়িয়ে হুড়োহুড়ি করে বেড়ানো বা কৃত্তিম কোনো চিত্ত বিনোদনের ব্যবস্থা আমাদের সেবার অন্তর্ভুক্ত নয়।
৩) ঢাকা – খুলনা – ঢাকা বা দেশের অন্য স্থান হতে খুলনা যাতায়াত ট্যুরের অন্তর্ভুক্ত নয়। শুধুমাত্র গ্রুপ ট্যুরের ক্ষেত্রে অতিথিদের প্রয়োজনে আমরা সহযোগিতা করে থাকি।
প্যাকেজ ফি ও শিশু পলিসি:
→ বাংলাদেশী অতিথি: জনপ্রতি ৮,৫০০/=
→ বিদেশী অতিথি: জনপ্রতি ১৭,০০০/=
→ শিশু (৩-৫ বছর): ৪০০০/= (মা/বাবার সাথে বেড শেয়ার করে থাকবে)
→ শিশু (১-২ বছর): ফ্রি
নোট:
১) বুকিং এর জন্য সর্বনিম্ন ০২ জন প্রাপ্ত বয়স্ক অতিথি প্রয়োজন
২) একা ভ্রমনের জন্য আমাদের সাথে আগে যোগাযোগ করবেন
৩) বেশির ভাগ বিছানা সিঙ্গেল বা একজনের। মা বাবাকে সাথে শিশুদের বেড শেয়ারে কিছুটা সহনশীলতা প্রয়োজন
সুন্দরবন ট্যুর প্যাকেজে ভিতরে থাকছে:
→ খুলনা -সুন্দরবন-খুলনা টুরিস্ট জাহাজে ইটিনেরারি অনুযায়ী ভ্রমণ
→ প্রতিদিন সকাল, দুপুর ও রাতের মজাদার খাবার
→ স্ন্যাকস, চা, কফি ইত্যাদি
→ রাত্রি যাপনের টুইন শেয়ারিং বেড
→ বনে প্রবেশের প্রয়োজনীয় অনুমোদন
→ নিরাপত্তার জন্য সশস্র ফরেস্ট গার্ড
→ অভিজ্ঞ গাইড